শিশুদের মলদ্বার এর সার্জারীর উপর নতুন একটি গবেষনা পত্র প্রকাশিত হয়েছে World Journal of Pediatric Surgery তে। ডাঃ মোঃ সামিউল হাসানের নেতৃত্বে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট এর একদল সার্জন এই গবেষনা করেছেন। গবেষনাপত্রটির শিরোনাম- Complete separation of the urinary tract from proximal rectum during PSARP surgery: our experience with the novel technique।
এই গবেষনায় তারা ছেলে বাচ্চাদের জন্মগত ভাবে অনুপস্থিত মলদ্বার তৈরির একটি নতুন পদ্ধতি বর্ননা করেছেন। নতুন এই পদ্ধতি অনুসরন করলে বাচ্চাদের মুত্রনালী থেকে মলদ্বার আলাদা করা সহজ হবে এবং অপারেশন এর জটিলতা কমে যাবে।
ডাঃ মোঃ সামিউল হাসান এর মতে নতুন এই পদ্ধতি অনুসরন করলে তরুন শিশু সার্জনরাও অনেক আত্মবিশ্বাসের সাথে জটিল এই অপারেশন করতে পারবেন। এতে করে সারা বিশ্বের অগনিত শিশু উপকৃত হবে।
গবেষনা পত্রটি পড়তে চাইলে নিচের লিংকে ক্লিক করুন-
https://wjps.bmj.com/content/7/1/e000688