রোগ: নেফ্রোব্লাস্টোমা বা উইল্মস টিউমার (Nephroblastoma / Wilms tumour)
এটি শিশুদের কিডনির ক্যান্সার। শিশুদের যত ধরনের ক্যান্সার হয়, তার মধ্যে অন্যতম প্রধান ক্যান্সার এটি।
সাধারণত ৫ বছরের কম বয়সী বাচ্চাদের এই ক্যান্সার হয়, ছেলেদের তুলনায় মেয়েদের এই ক্যান্সার হওয়ার প্রবনতা একটু বেশি।
রোগ নির্নয়: শুরুতে বাচ্চা সাধারণত স্বাভাবিক থাকে, তবে অল্প পেট ব্যাথার কথা বলতে পারে। অনেক সময় মা পেটের ভিতর চাকা বুঝতে পারেন। টিউমার বেশি বড় হলে পেট ফুলে যায়। আল্ট্রাসনোগ্রাম করলে কিডনি তে টিউমার বোঝা যায়। সিটি স্ক্যান করে টিউমার এর সাইজ ও অন্য কিডনির অবস্থা বোঝা যায়।
চিকিৎসা: অপারেশন করে টিউমার সহ কিডনি কেটে ফেলে দিতে হয়। এরপর ক্যান্সার এর স্টেজ অনুযায়ী কেমোথেরাপি দিতে হয়। টিউমার বেশি বড় হলে আগে কেমোথেরাপি দিয়ে এর সাইজ ছোট করে পরে অপারেশন করতে হয়। এরপর আবার কেমোথেরাপি দিতে হয়।
চিকিৎসার ফলাফল: আশার কথা হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে প্রায় ৯০ ভাগ বাচ্চা সুস্থ হয়ে যায়।
সার্জারী র লিংক: https://youtu.be/bJ4Bk6LVolA?feature=shared
Follow: Dr Samiul Hasan