রোগ: হার্শপ্রাং ডিজিজ (Hirschsprung disease)
অপারেশন: Swenson resection pull through (খাদ্যনালীর নিচের আক্রান্ত অংশ ফেলে দিয়ে ভালো অংশ মলদ্বার এ জোড়া দেয়া)
একই দিনে আমরা দুইটা বাচ্চার অপারেশন করলাম। রোগ এবং অপারেশন এর নাম এক হলেও এদের চিকিৎসা পদ্ধতি ভিন্ন ছিল। প্রথম জন কে একটা অপারেশন এর মাধ্যমেই চিকিৎসা করা হয়েছে। কিন্তু দ্বিতীয় জন কে প্রথমে পেটের উপর বিকল্প মলদ্বার তৈরি করা হয় এবং আজকে তার মূল অপারেশন টি করা হল। ২/৩ মাস পর পেটের মলদ্বার বন্ধ করা হবে।
চিকিৎসার এই পদ্ধতি নির্ভর করে রোগীর অবস্থা, এবং হাসপাতালে বর্তমান সুযোগ সুবিধার উপর।
একই রোগ হলেও প্রতিটি রোগী ই আলাদা, তাদের নিজস্ব অবস্থা বিবেচনা করে তার জন্য ওই মুহূর্তে নিরাপদ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে হয়।