গবেষনা ছাড়া বিজ্ঞানের অগ্রগতী সম্ভব না। ২০২৩ সালে আমরা শিশুদের সার্জারী তে গবেষণা কে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এই বছর শিশু সার্জারী কনফারেন্সে আমাদের টিম ৭ টি গবেষণা পত্র উপস্থাপন করেছিল। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম শিশুদের মলদ্বার ও লিভারের জন্মগত ত্রুটির উপর। এরই মধ্যে আমাদের তিনটি গবেষণা পত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
1. Samiul Hasan., Islam, S.M.N., Huq, U. et al. Extrahepatic bile duct fibroma in an infant: a case report. Ann Pediatr Surg 19, 41 (2023). https://doi.org/10.1186/s43159-023-00272-w
2. Samiul Hasan ., & Rahman, A. . (2023). Operative complications of urogenital tract during repair of anorectal malformation (ARM) in boys: A review. Journal of Paediatric Surgeons of Bangladesh, 9(1), 44–49. https://doi.org/10.3329/jpsb.v9i1.69659
3. Samiul Hasan ., & Rahman, A. (2023). Role of Surgery in the Outcome Difference of Gastroschisis between High-income and Lowmiddle- income Countries: A Review. Dhaka Shishu (Children) Hospital Journal, 38(2), 103–106. https://doi.org/10.3329/dshj.v38i2.70595
তবে গতবছর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গবেষণা পত্র টি আমরা প্রকাশ করতে দিয়েছিলাম World Journal of Pediatric Surgery তে, সেখানে আমরা ছেলে বাচ্চাদের জন্মগত ভাবে অনুপস্থিত মলদ্বার তৈরির অপারেশন এর একটি নতুন পদ্ধতি বর্ননা করেছি, যে পদ্ধতি তে অপারেশন অনেক সহজ হবে এবং জটিলতা কম হবে৷ আমাদের গবেষণা পত্র টি জার্নাল কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে ই এটি প্রকাশিত হবে।
এছাড়াও আরও কিছু গবেষণা পত্র ২০২৪ সালে আমরা প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের এই গবেষণা গুলো শিশুদের সার্জারী কে আরো সহজ ও জটিলতা মুক্ত করবে।
Follow: Dr Samiul Hasan