ছেলে বাচ্চাদের যখন জন্মগত ভাবে মলদ্বার অনুপস্থিত থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্যনালী ভিতরে র দিকে প্রস্রাবের নালীর সাথে যুক্ত থাকে। নতুন মলদ্বার বানানোর সময় তাই প্রস্রাবের রাস্তা থেকে সতর্কতার সাথে খাদ্যনালী আলাদা করতে, তা নাহলে প্রস্রাবের রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই বিষয়ে আমাদের একটি রিভিউ আর্টিকেল প্রকাশিত হয়েছে জার্নাল অব এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ (JPSB) এ। এখানে আমরা একটি পদ্ধতি উল্লেখ করেছি, যেটি অনুসরণ করলে নতুন সার্জন রাও খুব সহজেই এই অপারেশন করতে পারবেন। আর্টিকেল টি পড়তে ক্লিক করুন – https://www.researchgate.net/publication/373841605_Operative_complications_of_urogenital_tract_during_repair_of_anorectal_malformation_ARM_in_boys_A_review