রোগ: Hirschsprung’s disease (হার্শপ্রাং ডিজিজ)
বয়স: ২ মাস। ওজন: ২.৫ কেজি
অপারেশন: Laparoscopy assisted Swenson pull through
এই রোগে খাদ্যনালীর নিচের অংশ জন্মগত ভাবে প্যারালাইজড থাকে। অপারেশন করে প্যারালাইজড অংশ কেটে ফেলে ভালো অংশ মলদ্বার এ জোড়া দেয়া হয়।
এই বাচ্চার অপারেশন টা আমরা করেছি ল্যাপারোস্কোপি র মাধ্যমে। শিশুদের ল্যাপারোস্কোপিক সার্জারী বড়দের তুলনায় একটু কঠিন কারণ শিশুদের পেটের ভিতর জায়গা কম পাওয়া যায়।
এইটা সবচেয়ে ছোট বাচ্চা যার এই অপারেশন আমরা ল্যাপারোস্কোপি র মাধ্যমে করেছি। অপারেশন টিমের নেতৃত্বে ছিলেন ডাঃ সামিউল হাসান,ডাঃ ইপ্সিতা বিশ্বাস ও ডাঃ মেজবাউদ্দিন।
এইটা বাংলাদেশের শিশু সার্জারী তে একটা বড় মাইলফলক।