রোগ: নেফ্রোব্লাস্টোমা (শিশুদের কিডনি টিউমার)

বয়স: ১ বছর ৮ মাস

অপারেশন: নেফ্রেকটোমি (টিউমার সহ কিডনি কেটে ফেলা)

শিশুদের যেসব টিউমার হয় তাদের মধ্যে কিডনি টিউমার অন্যতম।

কিভাবে বোঝা যায়:
সাধারণত এক থেকে তিন বছর বয়সে হয়, তবে আগে পরে হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই পেটের ভিতর চাকা বোঝা যায়। বাচ্চার মা বাচ্চাকে গোসল করানোর সময় বা কাপর পড়ানোর সময় বুঝতে পারেন। ব্যাথা হয় না সাধারণত।
তবে টিউমার অনেক বড় হলে প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে, বাচ্চার ক্ষুধামন্দা হয়, ওজন কমে যায়।

রোগ নির্নয়: আল্ট্রাসনোগ্রাম করলে কিডনি টিউমার বোঝা যায় সিটি স্ক্যান করে টিউমার এর সাইজ ও অন্য কিডনির অবস্থা বোঝা যায়।

চিকিৎসা: সার্জারি হচ্ছে একমাত্র ডেফিনিট চিকিৎসা। অপারেশন করে টিউমার সহ কিডনি কেটে ফেলতে হয়। টিউমার এর সাইজ ও ধরনের উপর নির্ভর করে অপারেশন এর আগে ও পরে কেমোথেরাপি দরকার হয়।

ফলাফল: টিউমার প্রাথমিক পর্যায়ে থাকলে চিকিৎসার ফলাফল ভালো। প্রায় ৯০ ভাগ ক্ষেত্রেই শিশু স্বাভাবিক জীবন যাপন করতে পারে।