শিশুদের পিত্তথলির সিস্ট (Choledochal cyst)।
কেন হয়: সাধারণত জন্মগত ভাবে যদি পিত্তনালী ও পেনক্রিয়াস এর নালীর সংযোগ টা অস্বাভাবিক হয়।

কি উপসর্গ (symptoms) হয়: শিশুর পেটে ব্যাথা হয়, সাথে বমি হতে পারে। কখনো কখনো তীব্র পেট ব্যাথার সাথে জ্বর ও জন্ডিস হতে পারে। সিস্ট অনেক বড় হলে পেটের ডান পাশে ফোলা থাকতে পারে।

কিভাবে রোগ নির্নয় (Diagnosis) হয়: আল্ট্রাসনোগ্রাম করলে লিভার এর নিচে সিস্ট দেখা যায়। এমআরসিপি করলে সিস্ট এর ধরন ও পেনক্রিয়াস এর নালী ভালো বোঝা যায়।

চিকিৎসা কি : সার্জারি এর একমাত্র স্থায়ী চিকিৎসা। সিস্ট টা সম্পুর্ন কেটে ফেলে পিত্তনালী র উপরের অংশের সাথে খাদ্যনালীর একটা বাইপাস করা হয়। এই বাইপাস টা একেক সার্জন একেক ভাবে করতে পছন্দ করেন। আমরা যেটা করি সেটা হচ্ছে – Roux-N-Y hepatico jejunostomy.

অপারেশন না করলে কি হয়: সিস্টে ইনফেকশন হবে। পিত্ত জমে লিভার ক্ষতিগ্রস্ত হবে ( সিস্ট এর আকার যত ছোট হয়, লিভার এর ক্ষতি তত বেশি হয়)। দীর্ঘমেয়াদে এই সিস্ট থেকে ক্যান্সার হতে পারে।