বয়স: ২ দিন
রোগ: Congenital diaphragmatic hernia (জন্মগত ভাবে বুক ও পেটের মাঝের পর্দায় ছিদ্র দিয়ে খাদ্যনালী পেট থেকে বুকে উঠে যায়)।
রোগ নির্নয়: বেশির ভাগ ক্ষেত্রেই জন্মের পর বাচ্চার শ্বাসকষ্ট হয়, বাচ্চা খাওয়ার পর শ্বাসকষ্ট বারে। একটু বেশি বয়সের বাচ্চারা ঘন ঘন নিউমোনিয়া নিয়ে আসে।
অনেক সময় জন্মের আগেই মা এর আল্ট্রাসাউন্ড পরিক্ষায় বাচ্চার এই সমস্যা ধরা পরে। জন্মের পর এক্স রে করলে ডায়াফ্রামেটিক হার্নিয়া নিশ্চিত হওয়া যায়।
চিকিৎসা: অপারেশন করে খাদ্যনালী পেটের ভিতর দিয়ে ডায়াফ্রাম এর ছিদ্র বন্ধ করে দিতে হয়।
ফলাফল: চিকিৎসার ফলাফল নির্ভর করে বাচ্চার ফুসফুস কতটা পরিনত তার উপর।
ফুসফুস পরিনত থাকলে সঠিক সময়ে সঠিক অপারেশন করতে পারলে বাচ্চা সুস্থ থাকে।